Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

রাজার প্রত্যাবর্তন রাজার মতোই, টেস্ট ক্রিকেটে শতরানের মধ্য দিয়ে প্রত্যাবর্তন ‘ ক্রিকেটের রাজা’ বিরাট কোহলির

দীপন চ্যাটার্জী

রাজার প্রত্যাবর্তন রাজার মতোই, টেস্ট ক্রিকেটে শতরানের মধ্য দিয়ে প্রত্যাবর্তন ' ক্রিকেটের রাজা' বিরাট কোহলির

দ্য কিং ইজ ব্যাক`! রাজার প্রত্যাবর্তনের প্রতীক্ষার অবসান। তিন বছর, চার মাস পর বিরাট কোহলি ফের টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন। কেরিয়ায়ের ২৭ তম টেস্ট সেঞ্চুরি থেকে ২৮ তম টেস্ট সেঞ্চুরি পেতে তাঁর সময় লাগল ১২০৫ দিন। লাল বলের ক্রিকেটে বড় রানের খরাকে একেবারে পাঠালেন মাঠের বাইরে। চলতি বর্ডার-গাভাসকর সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। কোহলির লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি দেখার জন্য তীর্থের কাকের মতো বসেছিলেন তাঁর অনুগামীরা।

২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে শেষবার টেস্ট শতরান করেছিলেন বিরাট কোহলি । ১২০৫ দিন পর ফের ঝলসে উঠল কিং কোহলির ব্যাট। রবিতে রাজকীয় বিরাট! চলতি বর্ডার-গাভাসকর সিরিজের । চতুর্থ তথা শেষ টেস্টের চার নম্বর দিনেই বিরাট পেয়ে গেলেন অধরা টেস্ট শতরান। কোহলির লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি দেখার জন্য তীর্থের কাকের মতো বসেছিলেন তাঁর অনুগামীরা। এমনকী প্রতীক্ষা করছিলেন বাইশ গজের মহারথীরাও। কোহলি কেরিয়ারের ২৮ তম সেঞ্চুরি পাওয়ার পরেই ট্যুইটারে উঠেছে শুভেচ্ছার ঝড়।

তিন ফর্ম্যাট মিলিয়ে কোহলির এটি ৭৫তম আন্তর্জাতিক শতরান। সচিনের ১০০ সেঞ্চুরি থেকে ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে কোহলি। সব ফর্ম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক শতরানকারীদের তালিকায় কোহলি আগেই দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরিকারীদের তালিকায় বিরাট উঠে আসেন যুগ্মভাবে ১১ নম্বরে। এতদিনে এটা সবার জানা যে, সব থেকে বেশি ৫১টি টেস্ট সেঞ্চুরি করেছেন সচিন।

ভারত ৫৭১/৯ এ শেষ করে তাদের প্রথম ইনিংস।৯১ রানের লিড ভারতের। ভারতের হয়ে বিরাট কোহলি করেন ১৮৬ রান,শুভমান গিল করেন ১২৮,অক্সর করেন ৭৯রান। শ্রেয়স আইয়ার চোটের জন্য মাঠে নামতে পারেননি।

আরও পড়ুন ::

Back to top button