Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য স্কুলে স্মার্ট ক্লাস চালু হল

স্বপ্নীল মজুমদার

রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য স্কুলে স্মার্ট ক্লাস চালু হল

এবার আধুনিক পদ্ধতিতে আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষাদানের উদ্যোগ নিল রামকৃষ্ণ মিশন। মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাস। বহুজাতিক সংস্থা সিমেন্স-এর আর্থিক অনুদানে স্কুলের ক্লাসঘরগুলিকে স্মার্ট ক্লাসরুমে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার ফিতা কেটে স্মার্ট ক্লাস রুমগুলির উদ্বোধন করেন সিমেন্স-এর প্রতিনিধি ও স্কুলের ছাত্রছাত্রীরা।

রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য স্কুলে স্মার্ট ক্লাস চালু হল

উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক তথা স্কুলের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দজি মহারাজ, মিশনের ঝাড়গ্রাম শাখার সহ-সম্পাদক ও স্কুলের ম্যানেজার স্বামী অলোকেশানন্দজি মহারাজ প্রমুখ।

রাজ্য অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী কল্যাণ দফতরের অধীনস্থ সরকারি ঝাড়গ্রাম একলব্য স্কুলটি কেবলমাত্র আদিবাসী আবাসিক ছাত্রছাত্রীদের জন্য। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি রয়েছে। ২০১৬ সালে স্কুল পরিচালনার দায়িত্ব রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছিল রাজ্য সরকার। স্কুলটি এখন জেলার অন্যতম সেরা স্কুল।

রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য স্কুলে স্মার্ট ক্লাস চালু হল

স্কুলের সম্পাদক স্বামী বেদপুরুষানন্দজি মহারাজ জানান, সিমেন্স-এর আর্থিক অনুদানে সপ্তম থেকে দশম শ্রেণির চারটি শ্রেণিকক্ষ স্মার্ট ক্লাসে উন্নীত হয়েছে। বাকি শ্রেণিকক্ষগুলিও স্মার্ট ক্লাসে উন্নীত করা হবে।

আরও পড়ুন ::

Back to top button