ঝাড়গ্রাম শহরের লায়ন্স মডেল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ হল রবিবার।
শনিবার অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যাগুরুকুলের মঠাধ্যক্ষা পরিব্রাজিকা আত্মহৃদয়া। ছিলেন জেলাশাসক সুনীল আগরওয়াল, স্কুল ট্রাস্টের সম্পাদক ভোলানাথ ঘোষ, প্রাথমিক বিভাগের সম্পাদক দিলীপ মাহাতো, মাধ্যমিক বিভাগের সম্পাদক বিপ্লবকুমার সেন, স্কুলের সভাপতি সাধুচরণ পাত্র, বিশিষ্ট উদ্যোগপতি গৌতম খাঁ, ঝাড়গ্রাম লায়ন্স ক্লাবের সভাপতি অভিজিৎ রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
শনিবার প্রাথমিক বিভাগের খুদে পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য ‘হিংসুটে দৈত্য’। রবিবার সন্ধ্যায় মাধ্যমিক বিভাগের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সমাপ্তি সন্ধ্যায় মাধ্যমিক বিভাগের ছাত্রছাত্রীরা পরিবেশন করে সমবেত আবৃত্তি, রবীন্দ্রনৃত্য, ছড়ার নৃত্য, তবলা লহরা ইত্যাদি। মঞ্চস্থ হয় পড়ুয়াদের অভিনীত নাটক ‘বৃদ্ধাশ্রম’ ।
স্কুলের মাধ্যমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনীতা দে ও প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত বোস জানালেন, স্কুলের প্রাথমিক বিভাগটি চার দশক অতিক্রান্ত। প্রাথমিক বিভাগটি শুরু হয়েছিল ১৯৮২ সালে। মাধ্যমিক বিভাগ শুরু হয় ২০০৩ সালে।
দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সংযোজনায় ছিলেন প্রাথমিক বিভাগের শিক্ষিকা সন্দীপা ষড়ঙ্গী।