জ্যান্ত সাপ ও সাপে কাটা রোগীকে নিয়ে হাজির রোগীর আত্মীয়রা, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঞ্চল্য
স্বপ্নীল মজুমদার
জ্যান্ত দুধ খরিশ সাপ সমেত সাপে কাটা রোগীকে নিয়ে হাসপাতালে হাজির হলেন বাড়ির লোকজন। বুধবার দুপুরে এমন ঘটনায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী, তাদের বাড়ির লোক, নার্সরা।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, চঞ্চল দাস নামে তিরিশ বছরের এক যুবককে এদিন সাপে কামড়ায়। চঞ্চলের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের চাকুলিয়া থানার কামারিগোড়া গ্রামে। সেখানে এদিন একটি রাইস মিলে সাপ ঢুকে পড়ার খবর পেয়ে সাপ ধরতে গিয়েছিলেন চঞ্চল।
পরিবার সূত্রে জানা গেল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি চঞ্চল সাপ ধরতে জানেন। এ পর্যন্ত অনেক সাপ ধরে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তিনি। তার সম্পর্কিত ভাই প্রদীপ দাস জানালেন, চঞ্চল মুম্বইয়ের কাছে কল্যাণ এলাকায় একটি কারখানায় কাজ করেন।
মহারাষ্ট্রের এক সর্প সংস্থায় সাপ ধরা শিখেছেন তিনি। এদিন রাইস মিল চত্বরে সাদা খরিশ সাপটি ধরে বোতলে ভরার সময়ে সাপটি তাঁর ডান হাতের কব্জিতে ছোবল মারে।
চাকুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চঞ্চলকে ঝাড়গ্রামে রেফার করে দেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসককে বোতলে ভরা সাপটি দেখান প্রদীপ।
সাপের ফোঁস ফোঁস শব্দে তখনই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন বন দফতরে। বনকর্মীরা এসে সাপটিকে নিয়ে যান।
চঞ্চল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।