জাতীয়

বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জল্পনা তুঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জল্পনা তুঙ্গে - West Bengal News 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন? সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খোদ নরওয়ের নোবেল কমিটির উপনেতা বলছেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সবচেয়ে বড় দাবিদার। মোদির প্রশংসনীয় নীতিতে ভর করেই ভারত শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।

ভারতেই রয়েছেন নোবেল কমিটির উপনেতা অ্যাসলে তোজে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তোজে বলছেন, “আজকের দিনে গোটা বিশ্বে শান্তির সবচেয়ে বড় প্রতীক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।”

তাঁর মতে, মোদি এমন একজন বিশ্বস্ত মুখ যার যে কোনও দুটি দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাঁর নীতির জেরেই ভারত আজ সমৃদ্ধ এবং শক্তিশালী। তোজে স্পষ্ট বলে দিচ্ছেন, মোদি যদি নোবেল পান, তাহলে সেটা একজন যোগ্য নেতাকে প্রাপ্য সম্মান দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা গগনচুম্বি। নোবেল পেলে দেশের বিরোধীদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন তিনি। শুধু দেশ কেন, বিদেশের মাটিতেও আরও উজ্বল হতে পারে ভারতের ভাবমূর্তি। বিরোধীরা যখন দেশের গণতন্ত্র হত্যা নিয়ে দিনরাত গেল গেল রব তুলছে , তখন নোবেল কমিটির উপনেতার এই মন্তব্যকে পালটা প্রচারের হাতিয়ার করতে পারে বিজেপি।

আরও পড়ুন ::

Back to top button