Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বর্ধমান

৩৩ বছর পেরিয়ে গেলেও একই রকম বেহাল অবস্থায় বর্ধমানের মুন্সি প্রেমচাঁদ হিন্দি উচ্চ বিদ্যালয়

৩৩ বছর পেরিয়ে গেলেও একই রকম বেহাল অবস্থায় বর্ধমানের মুন্সি প্রেমচাঁদ হিন্দি উচ্চ বিদ্যালয়

যে কোনও মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। কোথাও ছাদের চাঙড় ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড। কোথাও ফাটল এতটাই বেশি সেখান থেকে প্রায়ই খসে পড়ছে চাঙড়া। শুরু হওয়ার পর পেরিয়েছে দীর্ঘ ৩৩ বছর, কিন্তু উন্নয়নের উ’ও সেখানে অধরা।

এমনই এক চিত্র দেখা গেল বর্ধমান শহরে। বর্ধমান শহরের ছ নম্বর ওয়ার্ডে রয়েছে মুন্সি প্রেমচাঁদ হিন্দি হাই স্কুল। এই বিদ্যালয় অবস্থা এতটাই শোচনীয়, যে দেখলেই অবাক হতে হয়।

শিক্ষকদের কথা বলে জানা যায়;সরকারের তরফ থেকে কোনও রকম সহযোগিতা মেলেনি বলেই অভিযোগ তাঁর। তাঁরা বলেন, ‘অভিভাবকদের সহযোগিতা নিয়ে আমরা ধীরে ধীরে শিক্ষার্থীদের জন্য শৌচালয় তৈরি করছি । আমরা চাইছি রাজ্য সরকার আমাদের বিদ্যালয়ের উন্নয়নের দিকে পর্যাপ্ত পরিমাণ নজর দিক।’

এর পাশাপাশি, দক্ষিণের বিধায়ক খোকন দাসের কাছেও তিনি সহযোগিতার আবেদন করেন, যাতে স্কুলটা চালাতে পারেন সঠিক ভাবে।

প্রধান শিক্ষক মাননীয় রামাধর মিশ্রা বলেন;৩৪ বছর ধরে এই স্কুল চলছে বর্ধমান শহরের ছয় নম্বর ওয়ার্ডে। প্রথমের দিকে টালির ছাউনি দেওয়া ছিল, প্রায় ভগ্ন প্রায় অবস্থা হয়ে পড়েছিল সেগুলোর। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক এবং পুরনো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় এই অ্যাডবেস্টার ছাউনি দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button