গৃহবধূকে ধর্ষণ ও ওই বধূর পরিবারের সদস্যদের উপর আক্রমণে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনায়
পূর্ব বর্ধমানের কালনা এলাকায় হঠাৎ করেই চাঞ্চল্যের সৃষ্টি হয় একটি ঘটনায়, একজন গৃহবধূকে ধর্ষণ ও ওই বধূর পরিবারের সদস্যদের উপর আক্রমণের ঘটনায় দুজনকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। ধৃত ওই দুই ব্যক্তিকে শনিবার কালনা আদালতে তোলা হয়।
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮/৩২৫/৩২৬/ ৩৭৬/২-এন/৫০৬/৩৪ ধারায় মামলা দিয়ে শনিবার কালনা আদালতে হাজির করালে জামিন নাকচ করে দিয়ে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতরা তরুময় সিংহ রায় এবং শামসুল হক৷ এদের বাড়ি যথাক্রমে কালনা পৌরসভার ঘোষপাড়া ও কালনা থানার মোসলেমাবাদ গ্রামে। কালনা থানার একটি গ্রামের গৃহবধূ অভিযোগ করেন যে স্বামী- স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করে দিতে তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন কালনা হাসপাতালের সামনে অবস্থিত ঔষধের দোকানের একজন মালিক।
অভিযোগ তাপস সিংহ রায় ওরফে দুলু নামের ঔষধের দোকানের মালিক তার দুর্বলতার সুযোগ নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তাপসের অভিসন্ধি বুঝতে পেরে বধূটি শেষপর্যন্ত তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে।
অভিযোগ তারপর তাপস সিংহরায় দলবল নিয়ে ওই বধূটির গ্রামের বাড়িতে হানা দেয়। তাকে না পেয়ে তার বাবা মাকে লোহার রড দিয়ে মারধর করলে তারা আহত হন। হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। এখানেই শেষ নয়। এই মামলা শুরু হওয়ার পর থেকেই মূল অভিযুক্ত তাপস সিংহরায় গা ঢাকা দিয়ে আছেন।