উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লকআপে মারধর ও হেনস্তার অভিযোগ সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে
দুর্গাপুরের বেনাচিতির দেবীনগরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লকআপে মারধর ও হেনস্তার অভিযোগ উঠল দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে।
পরীক্ষার্থীর পরিবারের জানিয়েছে, শনিবার সকালে অঙ্ক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তাঁদের ছেলে। আচমকাই বাড়িতে হানা দেয় পুলিশ। কোনও কথা না বলেই কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মী ওই পরীক্ষার্থীকে বাড়িতেই মারধর করতে শুরু করে। এরপর তাকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।
পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার পরও পড়ুয়াকে মারধর করা হয়েছে। এরপর বেশ কয়েক ঘণ্টা তাকে লকআপে রাখা হয়। পরে ৩০০ টাকার বিনিময়ে ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।
বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই পরীক্ষার্থী। পরিবারের দাবি, তাঁদের ছেলে আত্মহত্যারও চেষ্টা করতে গিয়েছিল। দুর্গাপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে ওই পরীক্ষার্থীর পরিবার। দুর্গাপুরের মহকুমাশাসক ডা. সৌরভ চট্টোপাধ্যায়কে লিখিত ভাবে বিষয়টি জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। যদিও মারধরের কথা অস্বীকার করেছে পুলিশ। মহকুমা শাসক ঘটনার যথাযত তদন্ত হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন।
জানা যায় দীর্ঘদিন ধরে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে বাড়ি সংক্রান্ত বিবাদ চলছিল সমীর বর্মন নামের এক প্রতিবেশীর। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা চলছে সেই ঘটনার জেরেই এই ঘটনাটি ঘটে।