রাজ্য

নওশাদের উপর হামলাকারী যুবক আসলে কে? দেখুন পরিচয়

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নওশাদের উপর হামলাকারী যুবক আসলে কে? দেখুন পরিচয় - West Bengal News 24

ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গতকাল উপস্থিত হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawshad Siddique)। কিন্তু আন্দোলনকারীদের মঞ্চে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন বিধায়ক নওশাদ। শনিবার সরকারি কর্মচারীদের ডিএ মঞ্চে আক্রান্ত হন আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী।

এমন সময় এক ব্যক্তি বক্তৃতা মঞ্চের সামনে এসেই নওশাদের দিকে তর্জনী উঁচিয়ে জিজ্ঞাসা করে, তিনি সংখ্যালঘুদের জন্য কী উপকার করেছেন ? নওশাদ (Nawshad Siddique) তাকে কিছু বোঝাবার আগেই তিনি সজোরে নওশাদের বুকে মারে।

তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে।পুলিশ পরে জানতে পারে – ওই আক্রমণকারীর নাম আবুল সালাম। তিনি হাওড়ার ডোমজুড় অঞ্চলে পঞ্চায়েত সদস্য।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সমস্ত সরকারি কর্মচারীরা সেই আক্রমণকারীকে বাধা দিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ঘটনাস্থলে ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে ওই আক্রমণকারীকে আটক করে থানায় নিয়ে চলে যায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য