ঝাড়গ্রাম

ধর্মঘটে সামিল হওয়া সদস্যদের হেনস্থার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ মিছিল

স্বপ্নীল মজুমদার

ধর্মঘটে সামিল হওয়া সদস্যদের হেনস্থার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ মিছিল

বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটে সামিল হওয়া শিক্ষক ও সরকারি কর্মীদের হেনস্থা ও হুমকি দেওয়ার প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল করল সংগ্রামী যৌথ মঞ্চ।

এদিন মঞ্চের ঝাড়গ্রাম জেলা কমিটির নেতা সমীর বেরা, কালীপদ সাউ, সত্যবান মণ্ডল, রাকেশ মুদলি প্রমুখের নেতৃত্বে মিছিল হয়।

তাঁরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন প্রান্তে ১০ মার্চ ধর্মঘটে যোগ দেওয়া সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, অস্থায়ীদের স্থায়ীকরণ ও বকেয়া ডিএ-র দাবিতে এদিন মিছিল করা হয়।

ধর্মঘটে সামিল হওয়া সদস্যদের হেনস্থার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ মিছিল

শহরের মডেল রোডের সিধু-কানু মোড়ে পথ সভায় মঞ্চের নেতারা রাজ্য সরকারের ৮,২০০ প্রাথমিক বিদ্যালয় তুলে দেওয়ার পরিকল্পনার কড়া সমালোচনা করেন।

রাজ্যজুড়ে শনিবার থেকে শুরু হয়েছে ডিজিটাল নন কো-অপারেশন। ওই কর্মসূচিতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জাননো হয়।

আরও পড়ুন ::

Back to top button