কাজে এলনা কোহলি-হার্দিকের লড়াই, ভারতের মাটিতে ভারতকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ফের ব্যর্থ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। চেন্নাইয়ে অনুষ্ঠিত সিরিজ ডিসাইডার ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় ক্রিকেট দল ২১ রানে হারল, আর সেই সঙ্গে একদিনের আন্তর্জাতিক সিরিজও। স্টিভ স্মিথের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ ১-২ ব্যবধানে জয়ী ক্যাঙারুরা। মুম্বইয়ের ওয়াংখেড়েতে , সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল ভারত ব্যাস ওখানেই শেষ।
বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে অজিরা ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায়। ফলে তৃতীয় ওডিআই নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল। কিন্তু টেস্ট সিরিজের ট্রফি ভারত ঘরে রেখে দিলেও, একদিনের আন্তর্জাতিক সিরিজে ফেল মেন ইন ব্লু। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৯ সাল থেকে একটাই দল ভারতে এসে টিম ইন্ডিয়াকে সীমিত ওভারের আঙিনায় দ্বিপাক্ষিক সিরিজে হারিয়ে গিয়েছে, আর সেটা হলো অস্ট্রেলিয়া।
এবারের ভারত সফরে উল্লেখযোগ্য বিষয় হলো, অধিনায়ক স্টিভ স্মিথ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরায় আচমকাই স্টিভের হাতে অধিনায়কত্বের ব্যাটন উঠেছিল। তারপর থেকে তার নেতৃত্বে অজিরা টেস্ট সিরিজে লড়াই করেছে। এরপর, ওডিআই সিরিজ দখল করল।
বুধবার চিপকে দিন-রাতের ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৪৯ ওভাবে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ২৬৯ রান তোলে। অজি ইনিংসের টপ স্কোরার মিচেল মার্শ ৪৭ বলে ৮টি চার ও ১টি ছয়ের সহায়তায় তাঁর সংগ্রহ ৪৭ রান। অপর ওপেনার ট্রাভিস হেড ৩১ বলে ৩৩ রান করেন। হার্দিক পান্ডিয়া এবং বাঁহাতি স্পিনার কূলদীপ যাদব ৩টি করে উইকেট তুলে নেন। ২টি করে উইকেট ঝুলিতে পোরেন মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল ।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা খারাপ হয়নি। ৯ ওভারে ৬৫ রান যোগ করেন রোহিত ও শুভমন গিল। কিন্তু প্রত্যেকেই ক্রিজে সেট হয়ে আউট হন। সূর্যকুমার যাদব ফের ফিরলেন শূন্য রানে। পাল্টা লড়াই করেছিলেন একমাত্র বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড্য। বিরাট ৫৪ রানে ফেরেন। হার্দিক ৪০ বলে ৪০ রান করে ফিরতেই ভারতের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।