ঝাড়গ্রাম

একই দিনে বেলপাহাড়িতে হাতির হানায় মহিলা সহ তিন জনের মৃত্যু, এলাকায় ক্ষোভ

স্বপ্নীল মজুমদার

একই দিনে বেলপাহাড়িতে হাতির হানায় মহিলা সহ তিন জনের মৃত্যু, এলাকায় ক্ষোভ

ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকে এক দিনে হাতির হানায় মৃত্যু হল এক মহিলা সহ তিন জনের।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার বেলপাহাড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা জঙ্গলে মহুল ফুল কুড়োতে গিয়েছিলেন।

মহুল গাছের ফুল থেকে মহুয়া তৈরি হয়। এদিন ভুলাভেদা রেঞ্জের জঙ্গলে মহুল গাছের ফুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে দলদলি গ্রামের গুরুচরণ মাহাতো (৬৫), ফুলগেড়িয়া গ্রামের সরোজ মাহাতো (৬২) ও টংভেদা গ্রামের সুবলা পালের (৫৫)।

খবর পেয়ে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য পাঠিয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের দিক থেকে একটি হাতি ভুলাভেদা রেঞ্জের জঙ্গলে হাজির হয়েছে।

অনুমান করা হচ্ছে ওই হাতিটির হানায় এদিন তিনজনের মৃত্যু হয়েছে।

ঝাড়গ্রাম বন বিভাগের এক আধিকারিক বলেন, তিনজনের মৃত্যু হয়েছে। আরও কেউ নিখোঁজ আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

মৃত্যুর ঘটনার পর ভুলাভেদা রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে চলতি সপ্তাহে ঝাড়গ্রাম জেলায় হাতির হানায় সাত জনের মৃত্যু হল।

আরও পড়ুন ::

Back to top button