প্রতিদিনের মতো বিকেলে বেরিয়ে গত ১৮ তারিখ থেকে এখনো নিখোঁজ কাঁকসার সুদীপ
প্রতিদিনের মতো বিকেল বেলা বেরিয়ে ছিলো যুবক কিন্তু ১৮ তারিখ থেকে আর বাড়ি ফেরেনি সে।
গত ১৮ তারিখ থেকে নিখোঁজ পূর্ব বর্ধমানের কাঁকসার বামুনাড়া এলকার বাসিন্দা বছর ১৬-র সুদীপ হাঁসদা। গত ১৮ তারিখ বিকালে কাঁকসার মলানদীঘি পুলিশ ফাঁড়ির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
কাঁকসার বামুনাড়া তেঁতুল তলার বাসিন্দা সুদীপ হাঁসদার বাবা সূচন্দ্র হাঁসদার অভিযোগ তার ছেলে ওই দিন সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। ছোট বোনকে পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়ার জন্য ছেড়ে দিয়ে তার পর আর সে বাড়ি ফেরে নি।
দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র সুদীপ। পরিবারের সদস্যরা বহু খোঁজা খুঁজির পর তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে থানায় অভিযোগ জানায়।
অভিযোগ পাওয়ার পরেই কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে আসে পাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে চিহ্নিত করা গেছে। ওই ছাত্র সাইকেল নিয়ে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা দিয়েছে।
বিভিন্ন এলাকায় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই পুলিশ নিশ্চিত হয়।