স্বাস্থ্যসাথীতে বেনিয়মের জেরে বন্ধ হলো বর্ধমানের এক নার্সিংহোম
রাজ্যের বিভিন্ন হাসপাতালের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য চিকিৎসা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা রোগীদের প্রত্যাখ্যান করা নিয়ে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার স্বাস্থ্যসাথীতে বেনিয়মের জেরে বন্ধ হলো বর্ধমান শহরের কেশবগঞ্জ চটির একটি নার্সিংহোম। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সাথী কার্ডে দুর্নীতি করছিল তারা। প্রথমে শো-কজ করা হয়। তার জবাব কর্তৃপক্ষ সন্তোষজনক দিতে পারেনি বলে অভিযোগ। এরপর ১ কোটি ৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। পরে তা কমিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা করা হয়।
কিন্তু সেই টাকাও নার্সিংহোম কর্তৃপক্ষ দেয়নি। পরে লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য দফতর। কিন্তু এত কিছুর পরেও রোগী ভর্তি নিয়ে চিকিত্সা করায় স্বাস্থ্য দফতর এবার নার্সিংহোম বন্ধের নির্দেশ দিয়েছে।