Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেট

আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে, গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা

আইপিএল শুরুর আগেই ধাক্কা RCB শিবিরে, গোড়ালির চোটের কারণে এই ক্রিকেটারকে পাবে না কোহলিরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কোন বারেই ভালো কাটে না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)। চলতি সংস্করণ আইপিএল শুরুর আগে আবার ধাক্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে।

চোটের জন্য প্রতিযোগিতার প্রথম দিকের বেশ কিছু ম্যাচে এক ব্যাটারকে পাবেন না বিরাট কোহলিরা। আপাতত তিনি রয়েছেন বেঙ্গালুরুর ন্যশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy)।

সূত্রের খবর , এনসিএ’র চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলে আরসিবি শিবিরে যোগ দিতে পারবেন রজত পতিদার (Rajat Patidar)। গত আইপিএলে বেঙ্গালুরুর হয়ে একাধিক ম্যাচে ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন ২৯ বছরের এই ব্যাটার।

গোড়ালির চোটে ভুগছেন পতিদার। তাঁকে আরও তিন সপ্তাহ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল তাঁর চোটের জায়গার এমআরআই (MRI) করা হবে। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানাবেন, কবে তিনি মাঠে ফিরতে পারবেন।

আরসিবির শিবিরে যোগ দেওয়ার কয়েক দিন আগে চোট পেয়েছিলেন পতিদার। মনে করা হয়েছিল আইপিএলের দ্বিতীয় সপ্তাহ থেকে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। কিন্তু পতিদারের চোট ঠিক না হওয়া চিন্তায় রেখেছে বেঙ্গালুরুকে। দলের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকে (Maik Hesson)।

ফাফ ডু’প্লেসির সঙ্গে কোহলিকে (Virat Kohli) হয়তো ওপেন করতে দেখা যাবে না। তিনি খেলতে পারেন তিন নম্বরে। ডু’প্লেসির (Fuf Du Plessis) সঙ্গে শুরুতে নামতে পারেন ফিন অ্যালেন অথবা অনুজ রাওয়াত।

আরও পড়ুন ::

Back to top button