সিপিএমের ‘হোলটাইমার’, ২২ লাখের গাড়ি! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সিপিএম নেতা শতরূপ ঘোষের (Satarup Ghosh) সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নথিপত্র প্রকাশ করে তাঁর প্রশ্ন , সিপিএমের ‘হোলটাইমার’ হয়ে কী ভাবে এত দামি গাড়ি কিনলেন শতরূপ (Satarup Ghosh) ?
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শতরূপ (Satarup Ghosh) জানিয়েছিলেন , তাঁর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কিছু বেশি। সেই হলফনামার ছবিও টুইটে প্রকাশ করেছেন কুণাল (Kunal Ghosh)।
Satarup Ghosh of CPM.
Rs 2 lacs assests in 2021 election affidavit.
Now he bought the new car paying onetime almost 22 lacs.
How can a wholetimer of CPM afford this kind of expenses?
** for detail, contact: Mrityunjoy Pal.@AITCofficial spokesman and state youth wing GS. pic.twitter.com/Rd2HiQ2Wpt— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 28, 2023
কুণাল টুইটে জানিয়েছেন, সম্প্রতি প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি গাড়ি কিনেছেন শতরূপ (Satarup Ghosh)। এক লপ্তেই সেই গাড়ির দাম মিটিয়েছেন তিনি। নথি প্রকাশ করে শতরূপের গাড়ি কেনার প্রমাণও দিয়েছেন কুণাল।
কুণালের প্রশ্ন, ‘‘সিপিএমের সর্বক্ষণের কর্মী হয়ে গাড়ি কেনার জন্য কী ভাবে এত টাকা খরচ করতে পারলেন শতরূপ (Satarup Ghosh) ?’’ এ বিষয়ে বিশদে জানার জন্য তৃণমূলের (Trinamool Congress) মুখপাত্র তথা দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কুণাল।
কুণাল টেনে এনেছেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ। ওই নির্বাচনে কসবা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হয়েছিলেন শতরূপ।