বর্ধমান

বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজির রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক

বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাজির রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক

জামালপুরের বাণী বিদ্যাপীঠ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। সেই উপলক্ষে পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতনতার বার্তা দিয়ে আয়োজিত হল পদযাত্রা। সেখানে রণপা, রায়বেঁশে নৃত্য পরিবেশিত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরা এই পথযাত্রায় পা মেলায়।

অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণান্দজী মহারাজ। হাজির ছিলেন স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি।

এই উপলক্ষে স্কুলে একটি মাল্টি জিমেরও উদ্বোধন করা হয়। যার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সম্পাদক সন্দীপন সরকার। সুবর্ণজয়ন্তী পদযাত্রা শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।

প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মোল্লা বলেন, সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী তিনদিন ব্যাপী নানান অনুষ্ঠান চলবে স্কুলে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তাপস কুমার ঘোষ বলেন, আগামী ২ এপ্রিল অবধি আমাদের স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হবে। লক্ষ্য এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান যেন চিরস্মরণীয় হয়ে থাকে।

আরও পড়ুন ::

Back to top button