ক্রিকেট

নতুন মরশুম, নতুন অধিনায়ক, IPL এর শুরুটা ভালো করতে চায় কলকাতা নাইট রাইডার্স

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Knight Riders : নতুন মরশুম, নতুন অধিনায়ক, IPL এর শুরুটা ভালো করতে চায় কলকাতা নাইট রাইডার্স - West Bengal News 24

নতুন মরসুম, নতুন অধিনায়ক। কোচও নতুন। প্রত্যাশা , নতুন সাফল্য আসুক কলকাতা নাইট রাইডার্স শিবিরে। অপেক্ষার প্রহর শেষে আইপিএলের নতুন সংস্করণে আজ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত ১৫টি সংস্করণের মধ্যে মাত্র দু-বার ট্রফি জিতেছে কেকেআর। শেষ বার কলকাতায় ট্রফি এসেছিল ২০১৪ সালে।

এরপর থেকে শুধুই অপেক্ষা। এর মধ্যে বেশ কয়েক বার অনেকটা কাছে গিয়েও খালি হাতে ফিরেছে কলকাতা। এবার স্কোয়াডে যেমন বেশ কিছু পরিবর্তন হয়েছে, তেমনই কোচিং টিমেও। গত মরসুমের পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান ব্রেন্ডন ম্য়াকালাম। মরসুম শুরুর আগে চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করে কেকেআর (Kolkata Knight Riders)।

কেকেআর শিবির আশাবাদী, টুর্নামেন্টে পরের দিকে পাওয়া যাবে শ্রেয়স আইয়ারকে। নিয়মিত অধিনায়ক এবং দলের মূল প্লেয়ার না থাকাটা কেকেআর (Kolkata Knight Riders) শিবিরে ধাক্কা হলেও যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই লড়াইয়ের ডাক দিয়েছেন নেতৃত্বের দায়িত্ব পাওয়া নীতীশ রানা (Nitish Rana)। তাঁকে নেতৃত্ব দেওয়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।

২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলছেন নীতীশ (Nitish Rana)। ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে সাদা বলে নেতৃত্ব দিয়েছেন। নীতীশ অবশ্য ম্যাচের আগে জানিয়েছেন , কেকেআরে অধিনায়কের ট্যাগ এখন লাগলেও গত কয়েক বছর থেকেই লিডারশিপ ভূমিকায় রয়েছেন। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে জুটিতে ভালো পারফরম্য়ান্সেরও ভরসা দিয়েছেন নীতীশ রানা (Nitish Rana)। হতে পারে , নেতৃত্বের বাড়তি দায়িত্ব তাঁর মধ্যে থেকে সেরাটা বের করে আনল।

আরও পড়ুন ::

Back to top button