মাওবাদীদের নাম করে টাকা চেয়ে আবগারি অফিসারকে হুমকি চিঠি দিয়ে ধৃত দুই অভিযুক্ত
স্বপ্নীল মজুমদার
আবগারি অফিসারদের বাড়িতে মাওবাদীদের নাম করে দু’দফায় হুমকি চিঠি দিয়ে টাকা দাবির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে লালগড় এলাকা থেকে বিকাশ রানা ও তার ভাই দুলাল রানাকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি লালগড়ের বনপুকুরিয়া গ্রামে। শুক্রবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে তদন্তের জন্য পুলিশের আবেদনের প্রেক্ষিতে দুই অভিযুক্তকে দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনপুকুরিয়া গ্রামে আবগারি দফতরের দুর্গাপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সনৎ হেমব্রমের বাড়ি রয়েছে। তিনি অবশ্য কর্মসূত্রে বাঁকুড়ায় থাকেন। লালগড়ের বনপুকুরিয়া গ্রামে থাকেন সনতের আত্মীয়স্বজন। গত ২০ ফেব্রুয়ারি ও ২৩ মার্চ বনপুকুরিয়া গ্রামে সনতের বাড়ির জরজার সামনে দু’টি চিঠি পাওয়া যায়।
দু’টি চিঠিতে মাওবাদী পরিচয় দিয়ে প্রথমে ১৫ লক্ষ ও পরে ১০ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দিলে সনতের পুরো পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। ২৫ মার্চ লালগড় থানায় অভিযোগ দায়ের করেন সনতের দিদি সদরী হেমব্রম। অভিযোগ পেয়ে তদন্তে নেমে বিকাশ ও দুলালকে ধরা হয়।
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, এলাকায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। তোলাবাজির জন্য মাওবাদীদের নাম ব্যবহার করে অভিযুক্তরা চিঠি দিয়ে ভয় দেখিয়েছিল।