পোস্ট অফিসেও শুরু হতে চলেছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স
একটি বায়োমেট্রিক হল একটি ডিভাইস যা আঙ্গুলের ছাপের মাধ্যমে কর্মীদের দৈনিক উপস্থিতি ক্যাপচার করে ৷ বায়োমেট্রিক ডিভাইসটি প্রতিষ্ঠানটিকে তার কর্মচারীর উপস্থিতি পদ্ধতিগতভাবে ট্র্যাক করতে সহায়তা করে।
এটি প্রতিটি কর্মচারীর বায়োমেট্রিক ব্যবহার করে যাতে কাজের সময় তাদের ভিতরে এবং বাইরের সময়ের রেকর্ড রাখা হয়।
পোস্ট অফিস বা ডাকঘরগুলিতেও এবার থেকে বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা চালু হতে চলেছে। নতুন অর্থবর্ষের শুরু থেকে সমস্ত অফিসার ও কর্মীদের হাজিরা দিতে হবে বায়োমেট্রিকে। নয়া পদ্ধতিতে দিনে আট ঘন্টার কম কাজ করলে প্রাপ্য ছুটি কমে যাবে বলে জানিয়েছে ডাক বিভাগ৷
নয়া পদ্ধতিতে দিনে আট ঘন্টার কম কাজ করলে প্রাপ্য ছুটি কমে যাবে বলে জানিয়েছে ডাক বিভাগ। আধার নির্ভর বায়োমেট্রিক ব্যবস্থা এখনো বহু জায়গায় চালু হয়নি। দ্রুত পরিকাঠামো তৈরি করে এই নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে ডাক বিভাগ।