ঝাড়গ্রাম
চুয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন বেলপাহাড়িতে
স্বপ্নীল মজুমদার
চুয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের পূর্ণাবয়ব মূর্তি বসল বেলপাহাড়িতে।
রবিবার বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা অঞ্চলের জামবনি হাটতলা মোড়ে মূর্তিটির অনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় সভাপতি তপনকুমার সর্দার।
তিনি জানান, সংগঠনের ভেলাইডিহা অঞ্চল কমিটির উদ্যোগে মূর্তিটি স্থাপন করা হয়েছে। মূর্তিটি তৈরি করেছেন ঝাড়গ্রাম শহরের শিল্পী রামেশ্বর সরেন।
এই উপলক্ষে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের উদ্যোগে লোকসংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সম্পাদক ধনঞ্জয় সর্দার, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক নিত্যলাল সিং, রাজ্য কমিটির সম্পাদক বাবলু সিং পাতর প্রমুখ।