শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল কত টাকা সম্পত্তির অধিকারী? জানলে চোখ কপালে উঠবে আপনার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের (Ayan Shil) প্রায় একশো কোটির সম্পত্তির হদিশ। ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত অয়ন শীলের নামে বেনামে একাধিক সম্পত্তির নথির সন্ধান মিলেছে , যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি ছুঁই ছুঁই বলে দাবি ইডির। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল।
তল্লাশিতে যে সমস্ত তথ্য সামনে এসেছে, তাতে যা বোঝা যাচ্ছে, এই অয়নের সল্টলেকের অফিসই ছিল নিয়োগ দুর্নীতির ঘাঁটি। এখানেও চর্চায় উঠে এসেছে আরও এক নারী চরিত্র। নাম শ্বেতা চক্রবর্তী। যিনি পেশায় মডেল হলেও কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার। এই শ্বেতার নামেও মিলেছে বিপুল সম্পত্তি। এছাড়াও , ইডির নজরে রয়েছে অয়ন শীলের (Ayan Shil) বাবা ও ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
অয়নের (Ayan Shil) বাড়িতে ইডির অভিযান হয়েছে। সূত্রের খবর , তার আগেই নাকি কোনও এক রহস্যময়ী অয়নকে চ্যাটে সতর্ক করে দিয়েছিলেন যে, তাঁর বাড়িতে ইডি (Enforcement Directorate) রেড করতে পারে।
অয়নের চ্যাট হিস্ট্রি ঘেঁটে দেখা গিয়েছিল, ‘Ed রেড করতে পারে। জিনিসপত্র সরিয়ে নাও। এখান থেকে চলে যাও।’ এই চ্যাট দেখে রীতিমতো তাজ্জব গোয়ন্দারা। কী করে তল্লাশির একদিন আগে এরকম সন্দেহপ্রকাশ করলেন ওই মহিলা ? কে ছিলেন ওই মহিলা ? তিনি কি অয়নের বান্ধবী শ্বেতা, নাকি অন্য কেউ, তা অবশ্য স্পষ্ট করা হয়নি ইডি’র (Enforcement Directorate) তরফে।