বিজেপি নেতার আপত্তিকর কথা, বর্ধমানে বিতর্ক
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই আগলহীন হচ্ছে রাজনৈতিক নেতাদের বুলি। কোথাও শাসকদলের শাসানি, আবার কোথাও রক্তচক্ষু দেখাচ্ছে বিরোধীরা।
আর এসবের মাঝে ভোট নিয়ে বুক দুরু দুরু আমজনতার। বাঁকুড়া থেকে বর্ধমান, রাজ্যজুড়ে সর্বত্রই কমবেশি ছবিটা এক। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার মঙ্গলকোটের বিজেপি জেলা সভাপতিকে এক দলীয় কর্মসূচি থেকে বলতে শোনা গেল, ‘তৃণমূলের লোকের কাছে মার খেয়ে ঘরে পড়ে থাকার চেয়ে, তৃণমূলকে মেরে তিন মাস জেলে থাকা ভাল।’
একইসঙ্গে ওই বিজেপি নেতা আশ্বাস দেন, এই ধরনের মারামারিতে যাঁরা যুক্ত থাকবেন, তাঁরা জেলে গেলে দল তাঁদের হয়ে আইনি লড়াই করবেন। পাল্টা তৃণমূলের বক্তব্য, এসব উস্কানিমূলক কথা বলে টিকে থাকতে চাইছে বিজেপি।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচরে বিজেপির সভা ছিল। সেখানে বক্তব্য রাখতে ওঠেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। দলের নেতাদের ‘ভোকাল টনিক’ দিতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “তৃণমূলের হাতে মার খেয়ে তিন মাস হাসপাতালের বেডে পড়ে থাকার চেয়ে আপনাকে মারতে এলে সেই তৃণমূলকে মেরে তিন মাস জেলে থাকুন।
এটাই মন্ত্র করে নিন। তৃণমূল মারতে এলে ওদের মাথা ফাটিয়ে দিয়ে তিন মাস জেলে থাকব। নিশ্চিত থাকুন, আপনাদের জন্য বিজেপি কোর্টে লড়াই করবে। আজ পশ্চিম মঙ্গলকোটে আমাদের লোককে মারা হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। আজ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য শক্তি বাড়ান।