তপশিলি বন্ধুও জয় জোহার পেয়ে হাঁসি ফুটলো নির্মলবাবু এবং সুবলবাবুর
রাজ্যের সঙ্গে জামালপুর ব্লকেও চলছে দুয়ারে সরকার ক্যাম্প। আজ বেরুগ্রাম ও জারগ্রাম পঞ্চায়েত এলাকায় হয় দুয়ারে সরকার ক্যাম্প। তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার আগেই এই দুয়ারে সরকার নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের লক্ষ্যই হবে একদম প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষজনকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া। সাধারণ মানুষের কাছ থেকে আবেদন পাবার সাথে সাথেই সমাধান করা হচ্ছে।
আজ জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের সাদিপুর হাই স্কুলের ক্যাম্প থেকে তপশিলি বন্ধু ও জয় জোহার শংসাপত্র তুলে দেওয়া হয়। জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার জানান, সাদিপুর হাই স্কুলের ক্যাম্প থেকে ঝাপানডাঙ্গা নিবাসী নির্মল মন্ডলের হাতে তপশিলি বন্ধু ও ধূলুক নিবাসী সুবল হাঁসদার হাতে জয় জোহার শংসাপত্র তুলে দেওয়া হয়।
তুলে দেন জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত। এমাস থেকেই তাঁদের ব্যাঙ্কের এ্যাকাউন্টে ভাতা হিসাবে ১০০০ টাকা করে তাঁরা পেতে থাকবেন। যার মধ্যে এমাসের তাঁদের ভাতা ইতিমধ্যেই তাঁরা পেয়েছেন। নির্মল বাবু ও সুবল বাবু দুজনের মুখেই হাসি ফুটেছে। নির্মল বাবু ও সুবল বাবু দুজনেই এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।