পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে কোমর বেঁধে নামছে তৃণমূল (Trinamool Congress)। কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, তিনি মাসে অন্তত তিনবার বিভিন্ন জেলায় গিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এবার দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আগামিকাল ৮ এপ্রিল থেকে জেলা সফর শুরু করছেন।
পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে পিছিয়ে পড়া জেলাতে বেশি করে নজর দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংগঠনে জোর দিতে জেলায় জেলায় সফর সারবেন তিনি। তেমনই খবর দলীয় সূত্রে। আগামীকাল শনিবার আলিপুরদুয়ার দিয়ে যা শুরু হতে চলেছে।
আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে (Bidhansova Election) খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দন্তে উঠে আসে এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভাল জায়গায় নেই তারা। এর মধ্যে আলিপুরদুয়ার ও বাঁকুড়ায় লোকসভা ও বিধানসভা (Assembly Election) দুই নির্বাচনেই ফল খারাপ হয়েছিল।
দিনাজপুরে খারাপ ফল হয় লোকসভা নির্বাচনে (Loksova Election)। একুশের বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় আরামবাগ। সব কিছু দেখেশুনে তাই জেলা সফরের প্রথম পর্বে এই সমস্ত জায়গাতেই প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।
১২ এপ্রিল – বাঁকুড়া
১৭ এপ্রিল – পূর্ব বর্ধমান
২০ এপ্রিল – দক্ষিণ দিনাজপুর
২৯ এপ্রিল – আরামবাগ
সফরসূচির অধিকাংশ জেলাতেই তৃণমূলের সংগঠন খানিকটা হলেও দুর্বল। বিশেষত উত্তরের দুই জেলায়। তাই সেখান থেকেই সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করতে চান অভিষেক, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। অন্যদিকে, বাঁকুড়া, আরামবাগেও সংগঠন নিয়ে চাপ আছে।
তাই সেখানেও প্রচারে যাবেন অভিষেক নিজে।কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন তিনি মাসে অন্তত তিনবার বিভিন্ন জেলায় দিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এ বার দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এপ্রিল থেকে জেলা সফর শুরু করছেন।