পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন । আর সেই সম্মেলনে ডাক পেলেন না কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায় । রাজনৈতিক মহলের দাবি, প্রাক্তন জেলা সভাপতিকে কোনও গুরুত্বই দিলেন না বর্তমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী । এর মাধ্যমেই কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল ৷ আর তা সামনে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল ।
দুর্গাপুরের ইস্পাত নগরীর বিধান ভবনে কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন। পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত স্তরের কর্মীদের নিয়ে সম্মেলন চলে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের দুই রাজ্য নেতা কৌস্তব বাগচী, নেপাল মাহাতো,পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী সহ জেলা স্তরের কংগ্রেসের নেতৃত্বরা।
কিন্তু ডাক না পেয়ে এলেন না কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায়। প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায় বলেন বর্তমান জেলা সভাপতি কাকে ডাকবেন কাকে ডাকবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সম্মেলনে যোগ দেওয়ার নেপাল মাহাতোকে উদ্দেশ্য করে প্রাক্তন জেলা সভাপতি তরুণ রায় প্রশ্ন তোলেন নেপাল মাহাতো সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে আসছেন নাকি দুর্গাপুর এসে ঘুরে চলে যাবেন। প্রাক্তন জেলা সভাপতিকে কেন ডাকা হয়নি এই প্রশ্ন বর্তমান জেলা সভাপতিকে করতেই প্রাক্তন জেলাসভাপতিকে কোন গুরুত্ব দিলেন না বর্তমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেসের নেতা কর্মীরা তৃণমূলে আসার চেষ্টা করছে। আগের গোষ্ঠী কোন্দল ঠিক করুক তারপর তৃণমূলকে বধ করতে আসবে।
দুর্গাপুরের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার জানান, দুর্গাপুর নগর নিগম এলাকায় যেখানে কোনও পঞ্চায়েত নেই, সেখানে করছে পঞ্চায়েত সম্মেলন । কংগ্রেসের নেতা কর্মীরা তৃণমূলে আসার চেষ্টা করছে । আগে গোষ্ঠীকোন্দল ঠিক করুক ৷ তারপর তৃণমূলকে বধ করতে আসবে ।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “ভারতবর্ষের মানুষ চিনে গিয়েছে কংগ্রেস দলকে । বিজেপিকে দেখার দরকার নেই।নিজের দলকে ঠিকভাবে পরিচালনা করুক ৷”