ঝাড়গ্রাম

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

স্বপ্নীল মজুমদার

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ধৃত নেপু দেহুরির বাড়ি বেলিয়াবেড়া থানার জোড়াকুশমা গ্রামে। পেশায় সে দিনমজুর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ এপ্রিল নেপুর স্ত্রী মামনি দেহুরি (২৮) বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। দগ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পরিজনেরা মামনিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

৬ এপ্রিল হাসপাতালে মামনির মৃত্যু হয়। এরপর ১০ এপ্রিল মামনির বাবা বেলিয়াবেড়া থানায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে নেপুকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রায় নয় বছর আগে নেপুর সঙ্গে মামনির বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button