ঝাড়গ্রাম

ছেলের বিয়ের আগে হাতির হানায় বাবার মৃত্যু

স্বপ্নীল মজুমদার

ছেলের বিয়ের আগে হাতির হানায় বাবার মৃত্যু

ছেলের বিয়ের অনুষ্ঠানের আগে হাতির হানায় মৃত্যু হল বাবার। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিনপুর বিটের শিলদা রেঞ্জের কুরকুটশোল গ্রাম সংলগ্ন চাষের জমিতে।

মৃতের নাম শ্রীনাথ সিং (৫৭)। বাড়ি লালগড় থানার কুরকুটশোল গ্রামে। বন দফতর ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রীনাথ চাষের কাজ করতেন। তাঁর দুই ছেলে রয়েছে। বড় ছেলে সুব্রত সিংয়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। ছোট ছেলে দেবব্রত সিংয়ের বিয়ের দিন পনেরো পর। বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল।

এদিন সকালে চাষের কাজ করতে মাঠে যান শ্রীনাথ। সেই সময় ওই এলাকায় ৫ থেকে ৭ টি হাতির দল ছিল। সে কথা শ্রীনাথ জানতেন না। চাষের জমিতে কাজ করার সময় হাতির দল আচমকা মাঠে নেমে পড়ে। একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে।

গুরুত্বর জখম অবস্থায় মাঠের মাঠের ধারেই পড়ে ছিলেন শ্রীনাথ। হাতির দল সরে গেলে শ্রীনাথকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা তাঁকে বিনপুর গ্রামীণ হাসপাতালে যান। চিকিৎসক শ্রীনাথকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্রীনাথ কানে কম শুনতেন। তাই হয়তো হাতি আসার আওয়াজ শুনতে পাননি।

ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ বলেন, মৃতের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button