জাতীয়

ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! নজর রয়েছে ইন্দোনেশিয়ার সাইবার অ্যাটাক গ্রুপের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! নজর রয়েছে ইন্দোনেশিয়ার সাইবার অ্যাটাক গ্রুপের

ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা ! ভারতের ১২ হাজার সরকারি ওয়েবসাইটের উপরে নজর রয়েছে ইন্দোনেশিয়ার এক সাইবার অ্যাটাক গ্রুপের৷ বিষয়টি এতটাই গুরুতর যে এবার তা নিয়ে সাইবার সিকিওরিটি অ্যালার্ট জারি করল কেন্দ্র৷ গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সাইবার ক্রাইম (১৪সি) ধারায় অ্যালার্ট ইস্যু করা হয়েছে৷

I4C অ্যালার্ট অনুযায়ী , ইন্দোনেশিয়ান “হ্যাকটিভিস্ট” গোষ্ঠী denial of service (DoS) এবং distributed denial of service (DDoS) সিস্টেমের মাধ্যমে এই সাইবার হানা চালাতে চাইছে৷ অ্যালার্টে জানানো হয়েছে , হ্যাকটিভিস্ট গোষ্ঠীটি বিভিন্ন সরকারি ওয়েবসাইটের একটি তালিকা প্রকাশ করেছে৷ তারা জানিয়েছে, এই লিস্টে থাকা ওয়েবসাইটগুলি হ্য়াক করাই তাদের প্রাথমিক উদ্দেশ্য৷ সেই তালিকায় ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটও রয়েছে।

গত বছর সর্বভারতীয় একটি হাসপাতাল সংস্থার ওয়েবসাইটেও ransomware-এর হানা হয়েছিল৷ যার ফলে সেখানে থাকা লক্ষ লক্ষ রোগীর ব্যক্তিগত তথ্য, তাঁদের ব্যাঙ্কের তথ্য৷ গত বছর ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রায় ১৯ বার ransomware-এর অ্যাটাক হয়েছিল বলে সূত্রের খবর৷ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এ নিয়ে সতর্ক করে অ্যালার্টে জানানো হয়েছে, ‘‘রাজ্য (State Government) এবং কেন্দ্রের (Central Government) একাধিক ওয়েবসাইটকে টার্গেট করা হয়েছে৷ এ বিষয়ে সতর্ক থাকতে হবে৷’’ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার তার সতর্কবার্তায় জানিয়েছে, এই ওয়েবসাইটগুলি হ্য়াক করা হলে সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হ্য়াকারদের হাতে পৌঁছে যেতে পারে৷

গত বছর , মালয়েশিয়ার একটি হ্যাকটিভিস্ট গোষ্ঠী ভারত সরকারের ওয়েবসাইটগুলিকে টার্গেট করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। সাইবার অ্যালার্টে জানানো হয়েছে, সরকারি কর্মচারীরা যেন কোনও অজানা ইমেল বা লিঙ্কং ক্লিক না করেন৷ তাতে বড় অঘটন ঘটে যেতে পারে। আর সমস্ত সফটওয়্যার আপ টু ডেট রাখতে হবে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এ নিয়ে সতর্ক করে অ্যালার্টে জানানো হয়েছে, ‘‘রাজ্য এবং কেন্দ্রের একাধিক ওয়েবসাইটকে টার্গেট করা হয়েছে৷ এ বিষয়ে সতর্ক থাকতে হবে৷’’

আরও পড়ুন ::

Back to top button