Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

ছবির সেটে মহিলাদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি সলমনের, অকপট পলক তিওয়ারি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ছবির সেটে মহিলাদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি সলমনের, অকপট পলক তিওয়ারি

মা শ্বেতা তিওয়ারি (Sweta Tiwari) টেলিভিশনের পরিচিত মুখ। তবে মেয়ে পলক তিওয়ারি (Polok Tiwari) ওই পথে হাঁটেননি। বরং বলিউডের তিন খানের মধ্যে এক খানের ছবির মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন তিনি। সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলকের। আগামী ইদে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে কাজ করার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে পলক জানালেন বলিউডের (Bollywood) ভাইজানের বিশেষ এক নিয়মের কথা।

বলিউডে (Bollywood) পা রাখার আগে ‘বিজলি বিজলি’ মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছে পলক তিওয়ারিকে (Polok Tiwari)। খুব কম সময়ের মধ্যেই পর্দায় নিজের লাস্যময়ী উপস্থিতির জন্য ‘বিজলি গার্ল’ তকমাও পেয়েছেন তিনি। তবে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে নাকি একেবারে ‘ভাল মেয়ে’ হয়ে থাকতে হয়েছে তাঁকে। পলক জানান, ছবির সেটে নাকি মহিলাদের পোশাকের জন্য বিশেষ নিয়ম জারি রাখেন সলমন খান (Salman Khan)। সেটে উপস্থিত মহিলাদের সবাইকেই নাকি বুক ঢাকা পোশাক পরার নির্দেশ দেওয়া থাকে ভাইজানের তরফে।

পলক (Polok Tiwari) বলেন, ‘‘একদিন আমি শার্ট আর জগার্স পরে বাড়ি থেকে বেরোচ্ছি দেখে মা অবাক হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করায় আমি বলেছিলাম যে, সলমন স্যরের সেটে যাচ্ছি। আমাকে ওই পোশাকে দেখে মা খুব খুশি হয়ে গিয়েছিলেন!’’ পলকের (Polok Tiwari) দাবি, ‘‘সলমন স্যর একটু পুরনোপন্থী। আমাদের যে কোনও রকমের পোশাক পরায় ওঁর আপত্তি নেই। কিন্তু উনি চান যেন আমরা সুরক্ষিত থাকি, সাবধানে থাকি। ওঁর বিশ্বস্ত না হলে উনি কাউকে ভরসা করেন না।’’

এই নিয়ম নাকি শুধু ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির জন্য প্রযোজ্য নয়। পলক জানান, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবির সেটেও একই নিয়ম রেখেছিলেন সলমন। এক সাক্ষাৎকারে নবাগতা অভিনেত্রী জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয়ের অভিষেকের আগে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন তিনি। মহেশ মঞ্জরেকরের ওই ছবিতেও নাকি একই নিয়ম রেখেছিলেন সলমন।

আরও পড়ুন ::

Back to top button