অমিতাভ বচ্চন (Amitava Bacchan) ও ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে একাধিকবার খবর হয়েছে যা রীতিমত ‘কলঙ্কিত’ করেছে বচ্চন পরিবারকে। সবার প্রথমে যে প্রসঙ্গ উঠে এসেছিল, তা হল সম্পর্ক। অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য রায় (Aishwiya Bacchan) একে অন্যের প্রতি ঘনিষ্ঠ, বারে বারে এমনই খবর সামনে উঠে আসতে দেখা যায়।
যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি বচ্চন পরিবারের কেউ। অথচ কখনও ‘মদ্যপ’ অবস্থায় ঐশ্বর্যকে সামলাতে দেখা যায় অমিতাভকে। সকলের সামনে পার্টিতে ‘মদ্যপান’ করে বেসামাল ঐশ্বর্য, এমনই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তাঁকে জাপটে ধরে নিয়ে সকলের সামনে দিয়ে ফিরতে দেখা যায় বলিউড শাহেনশা অমিতাভকে। সেখানেই ঐশ্বর্যের নানা কাণ্ড ফ্রেমবন্দি হয়েছিল। যা আজও ভক্তদের হাতে হাতে ফেরে।
সেই ভিডিয়ো অমিতাভের সঙ্গে সম্পর্কের জল্পনা আরও উষ্কে দিয়েছিল। যদিও সেই বিষয় নিয়ে বর্তমানে সকল জল্পনার অবসান ঘটেছে। অন্যদিকে অমিতাভ বচ্চনের বাড়ির ছবিটা ঠিক কেমন! সেই খবরও প্রকাশ্যে আসে বাকি ছিল না। জানা গিয়েছিল, অমিতাভ (Amitava Bachchan) নাকি বাড়িতে ঐশ্বর্যের সঙ্গে কথা বলতেন না। তাঁরা একে অন্যের সঙ্গে খুব একটা সহজ নন। তবে প্রকাশ্যে আসা একাধিক ছবি অন্য কাহিনির কথাই বলে।
বিষয়টা নিয়ে জয়া বচ্চনকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। যা মাঝে মধ্যেই ফিরে আসে নেটদুনিয়ার চর্চার বিষয় হয়ে। অমিতাভ বচ্চন ও ঐশ্বর্যের মধ্যে থাকা এই ঘনিষ্ঠতাকেও কটাক্ষ করতে পিছপা হননি কেউ। যদিও অমিতাভ বচ্চন ঐশ্বর্যের পাশ থেকে সরে যাননি। অতীতে দেখা গিয়েছিল ঐশ্বর্যকে নিয়ে বিতর্ক ছড়াতে অমিতাভ বচ্চনই পুত্রবধূর পক্ষে সরব হয়েছিলেন। যদিও এই বিষয়টা তিনি একপ্রকার এড়িয়েই যান। এরপর থেকে ঐশ্বর্য অমিতাভকে এভাবে আর ফ্রেমবন্দি হতে দেখা যায়নি।