রাজ্য

মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়ি – নিয়োগ দুর্নীতির তদন্তে রীতিমতো গা ঝাড়া দিয়ে নেমে পড়ল CBI

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Gopal Dalapati News : মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়ি – নিয়োগ দুর্নীতির তদন্তে রীতিমতো গা ঝাড়া দিয়ে নেমে পড়ল CBI - West Bengal News 24

নববর্ষের প্রথম দিন থেকেই শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতির তদন্তে রীতিমতো গা ঝাড়া দিয়ে নেমে পড়ল সিবিআই (CBI)৷ গতকাল দুপুর থেকেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই৷ এর পর আজ সকালেই বীরভূমের নলহাটিতে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই (CBI)৷ এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে গোপাল দলপতির (Gopal Dalapati) বাড়িতেও হানা দিয়েছে সিবিআই এর একটি দল৷

নিয়োগ দুর্নীতির কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ গতকাল দুপুরে মুর্শিদাবাদের বড়ঞার আন্দি গ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে হানা দেয় সিবিআই-এর একটি দল৷ বড়ঞার বিধায়কের বিরুদ্ধে শিক্ষা দফতরে চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে৷ ২০১৬ সালের নবম এবং দশম শ্রেণির এসএলএসটি নিয়োগের সময় তিনি এই টাকা নিয়েছিলেন বলে সিবিআই-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে৷

অভিযোগ এই তল্লাশি চলাকালীনই বিকেলের দিকে শৌচালয়ে যাওয়ার অছিলায় বাড়ির পিছনের দিকে পুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা৷ এর পরেই ওই দুটি মোবাইল উদ্ধারে তৎপর হন সিবিআই আধিকারিকরা৷ পুকুর থেকে জল ছেঁচে ফেলতে নিয়ে আসা হয় পাম্প৷ পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে৷

আন্দি গ্রামে বিধায়কের বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুর বাড়িতেও একযোগে তল্লাশি শুরু করে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিবৃতিতে দাবি করা হয়েছে, তল্লাশি চলাকালীন অভিযোগের স্বপক্ষে একাধিক তথ্যপ্রমাণ পেয়েছেন তারা৷ কোন চাকরিপ্রার্থীর থেকে তৃণমূল বিধায়ক কত টাকা নিয়েছিলেন, সেই তালিকাও উদ্ধার হয় বলে সিবিআই এর দাবি৷

অভিযোগ এই তল্লাশি চলাকালীনই বিকেলের দিকে শৌচালয়ে যাওয়ার অছিলায় বাড়ির পিছনের দিকে পুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ এর পরেই ওই দুটি মোবাইল উদ্ধারে তৎপর হন সিবিআই (CBI) আধিকারিকরা৷ পুকুর থেকে জল ছেঁচে ফেলতে নিয়ে আসা হয় পাম্প৷ পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে৷

ঘটনাচক্রে গতকালই সিউড়িতে জনসভা করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ বিরোধীরা যতই সরব হোন না কেন, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বজায় থাকবে বলেই হুঙ্কার ছেড়েছিলেন তিনি৷ তার পরের দিন থেকেই সিবিআই-এর এই তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

আরও পড়ুন ::

Back to top button