Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

সিকিমে আবারো তুষারপাত, নাথুলা পর্যন্ত পর্যটকদের যেতে নিষেধাজ্ঞা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সিকিমে আবারো তুষারপাত, নাথুলা পর্যন্ত পর্যটকদের যেতে নিষেধাজ্ঞা

ফের সিকিমে তুষারপাত। পূর্ব সিকিমের ছাঙ্গু লেক, বাবা মন্দিরের যাওয়ার রাস্তায় তুষারপাত। নাথুলা পর্যন্ত পর্যটকদের জন্য ‘না’ নির্দেশিকা জারি। জওহরলাল নেহরু মার্গ জুড়ে সাদা বরফের পুরু চাদর। ১৫ মাইল পর্যন্ত পর্যটকদের ছাড়। সম্প্রতি তুষার ধসে ২ বাঙালি পর্যটক সহ ৭ জনের মৃত্যু হয় পূর্ব সিকিমে। তাই সতর্ক সিকিম (Sikkim) প্রশাসন।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেই সিকিমে তুষারধসে মৃত্যু হয়েছিল সাত পর্যটকের। নাথুলা (Nathula Pass) বর্ডারের কাছে তুষারধস হয়েছিল সেই সময়। তার জেরে সাত পর্যটকের মত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ৩০ জন। কমপক্ষে ৮০ জন পর্যটক বরফের পুরু আস্তরণের নীচে চাপা পড়ে গিয়েছিলেন।

জওহরলাল নেহরু রোডের ১৫ মাইলে তুষারধসের কবলে পড়েছিলেন পর্যটকরা। যে রাস্তা গ্যাংটকের সঙ্গে নাথুলাকে যুক্ত করেছে। ভারত-চিন সীমান্তে অবস্থিত নাথুলা পাস পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। নৈসর্গিক দৃশ্যের জন্য প্রচুর মানুষ সেখানে আসেন। কিন্তু অতিরিক্ত তুষারের কারণে অনেকেই নাথুলা পাসে যেতে পারেন না।

সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে ২ জন ছিলেন বাঙাালি। তাঁদের একজনের বাড়ি কলকাতায়। অন্যজনের পূর্ব মেদিনীপুর। সেই সময় সিকিমে উদ্ধারকাজ চালাতে উপস্থিত হন এনডিআরএফের জওয়ানরা৷ তাঁরা ওই বরফের স্তুপের মধ্যে থেকে উদ্ধার কাজ শুরু করেন৷

আরও পড়ুন ::

Back to top button