জন্মদিনটাই মৃত্যুদিন হয়ে গেল আমির হাতি (১৬) নামে স্কুল পড়ুয়া এক কিশোরের। বৃহস্পতিবার রাতে হাতির হানায় মৃত্যু হল ওই কিশোরের।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার গোপালপুর গ্রামের ঘটনা। মৃত আমির হাতির বাড়ি বেলিয়াবেড়া থানার গড়িয়ারডাঙ্গা গ্রামে। তবে সে থাকত গোপীবল্লভপুর থানার তেঁতুলিয়া গ্রামে মামার বাড়িতে।
নবম শ্রেণীর পড়ুয়া আমিরের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যায় মামার বাড়ির অদূরেই গোপালপুরের জঙ্গলে ১৪ টি হাতি বেরিয়ে পড়ার খবর এলাকায় রটে যায়। কৌতূহলী আমির মামার বাড়ির লোকজনের সঙ্গে কমলাশোল বিটের গোপালপুর জঙ্গলে হাতি দেখতে যায়। ওই সময় লোকজন দেখে হাতি গুলি তেড়ে আসে।
এলাকাবাসীরা ছুটে পালিয়ে যান। আমির পালাতে গিয়ে পিছিয়ে পড়ে। দলের একটি হাতি তাকে নাগালে পেয়ে শুঁড়ে তুলে আছড়ে দেয়। গুরুতর জখম অবস্থায় আমিরকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টা খানেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ওই কিশোরের মৃত্য হয়।
বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, বার বার সতর্ক করা সত্ত্বেও এলাকাবাসীরা জঙ্গলে হাতি দেখতে ঢুকে ছবি তুলতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করে তুলছেন। মৃতের পরিজনদের ক্ষতিপূরণ দেওয়া হবে।