“বাকি মামলা হয়তো চলে যাবে” – সুপ্রিম নির্দেশের পর হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
সুপ্রিম কোর্টের (Suprime Court) রায়ের পরে তাঁর হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরে গেল, নাকি নির্দিষ্ট কোনও মামলা সরল, তা নিয়ে দিনভর ধোঁয়াশার পর মুখ খুলললেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ বরং সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি৷
বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে কী আছে , তা আমার কাছেও স্পষ্ট নয়৷ সু্প্রিম কোর্টের রায় দেখার পরই আমি বিষয়টি বুঝতে পারব৷ তবে আমার ধারণা , যে যু্ক্তিতে আজকে এই নির্দেশ দেওয়া হল, সেই যুক্তিতেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলাও আমার হাত থেকে সরিয়ে দেওয়া হবে৷’
গলায় স্পষ্টত হতাশার সুর থাকলেও, নতুন যে বিচারপতির হাতে এই মামলা যাবে তিনিও যথাযথ ন্যায় বিচার দেবেন বলে তিনি আশা রাখেন৷ যদিও তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সু্প্রিম কোর্ট যুগ যুগ জিও৷’ সুপ্রিম কোর্টের (Suprime Court) এই নির্দেশের পর এ দিন দুপুরেই অবশ্য তাঁর দেওয়া সাক্ষাৎকারের যে অনুবাদ ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে নিয়োগ মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছেন , তা স্বচক্ষে দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ।
ওই সমস্ত নথি এবং রিপোর্ট তাঁর কাছে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেন বিচারপতি৷ রাত বারোটার মধ্যে এই সমস্ত নথি এবং রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এর জন্য তিনি আজ মাঝরাত পর্যন্ত হাইকোর্টে নিজের চেম্বারে অপেক্ষা করবেন বলেও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাতে আবার বিশেষ শুনানি করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।