দুর্নীতি ও দলবিরোধী কাজ করলে পদ হারাতে হবে, তৃণমূলের জেলা কমিটির সভায় বললেন দলের পর্যবেক্ষক আইনমন্ত্রী মলয় ঘটক
স্বপ্নীল মজুমদার
দলে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়, অন্তর্ঘাত ও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ মিললে হারাতে হবে পদ। এমনকি দল থেকে বিদায় পর্যন্ত করা হবে।
গোষ্ঠীদ্বন্দ্বে লাগাম দিতে এমনই কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের পর্যবেক্ষক আইনমন্ত্রী মলয় ঘটক। শুক্রবার ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের বর্ধিত সভার আয়োজন করা হয়েছিল। সপ্তাহ দু’য়েক আগে মলয়কে জেলার সাংগঠনিক পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দায়িত্ব নেওয়ার পর গত ১৯ এপ্রিল বৈঠক করে গিয়েছেন মলয়। এদিন আরও বড় আকারে বর্ধিত সভা করলেন তিনি। দলের কিছু লোক ক্ষতি করছে, দুর্নীতি করছে তাদের জন্য তৃণমূলের বদমান হচ্ছে। এমন লোকজনকে তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সেই সঙ্গে মলয় জানিয়ে দেন, কাউকে ধরে পঞ্চায়েত ভোটে টিকিট পাওয়া যাবে না। আমি বা আপনার জেলার নেতারাও টিকিট পাইয়ে দিতে পারবেন না। যোগ্যতার ভিত্তিতে প্রার্থী হবে। প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সভায় ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, জেলা সাধারণ সম্পাদক অজিত মাহাতো, জেলা চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলা সভাধিপতি মাধবী বিশ্বাস সহ জেলা, ব্লক ও অঞ্চল স্তরের নেতানেত্রীরা। ছিলেন পাশের জেলার মন্ত্রী শ্রীকান্ত মাহাতোও।