অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে মিললো বিছে, তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী
ফের শিশুদের খাবারে বিছে। এবার ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারের পরোটা গ্ৰামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় শিশুদের খাবারে ও স্কুলের মিড ডে মিলে কোথাও সাপ কোথাও ইন্দুর বা কোথাও আবার পোকামাকড় পাওয়া গিয়েছিল।
সেই ঘটনার রেস কাটতে না কাটতেই আবারো খাবের বিছে উদ্ধার হল। বীরভূমের কীর্ণাহারের পরোটা গ্ৰামে 22নং কেন্দ্রের পরোটা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে শিশুদের খাবারে বিছে পড়ার অভিযোগ।
অভিযোগ, সেই বিছে পড়া খাবারই তুলে দেওয়া হয় শিশুদের হাতে। সেই খবর পাওয়া মাত্রই গ্ৰামবাসীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ শুরু করেন। যদিও অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী তন্দ্রা বলেন, এটা বিছে নয় আপনারা ভুল ভাবছেন।ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে কীর্ণাহার থানার পুলিশও। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কীর্ণাহার থানার পুলিশ পৌঁছতেই বাকি খাবার কে ফেলে দেওয়া হয়।
গ্ৰাম বাসীদের অভিযোগ, যেখানে রান্না করা হয় সেই ঘর টি অপরিস্কার। মাকড়সার ঝুলে ভর্তি ওই অঙ্গনওড়ারী কেন্দ্র। এমনকি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের বাইরে রয়েছে আবর্জনায় ভর্তি একটি জলাশয়। গ্রামবাসী সঞ্জিত্ মেটে, সবালিকা মেটেদের অভিযোগ, যে খাবার বাচ্চাদের দেওয়া হবে তা রান্নার সময় কেন খেয়াল রাখা হবে না। কেন এমন অবহেলা।
যেহেতু আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এ ব্যাপারে মুখ কুলতে নারাজ। গ্রামবাসীদের সাফ কথা, এর বিহিত করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে তারও ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।