Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বীরভূম

ইসরো গবেষণা কেন্দ্রে ডাক পেল বীরভূমের সৃঞ্জা

ইসরো গবেষণা কেন্দ্রে ডাক পেল বীরভূমের সৃঞ্জা

মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে, প্রশিক্ষণ নেওয়ার ডাক পেল বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কীর্ণাহারের সৃঞ্জা মল্লিক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা “ইসরো” আয়োজিত ১৪ দিনের প্রশিক্ষণ শিবিরে সে ডাক পেয়েছে।

মহাকাশ বিজ্ঞান সম্পর্কীয় “অন্তরীক্ষ জিজ্ঞাসা” অনুষ্ঠানে যুববিজ্ঞানী কার্যক্রমে আগামী ১৪-২৭ মে, ২০২৩ অংশ নিচ্ছে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটায়। এদিকে সময় গড়িয়েছে।
সৃঞ্জা এখন ১৪ বছরের কিশোরী। বর্তমানে বীরভূমের নূতনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাড়ি কীর্নাহারের স্টেশনপাড়ায়। বাবা সৌম্যজিত্‍ মল্লিক ও মা অদিতি মল্লিক ঐ স্কুলেই শিক্ষকতা করেন। সৃঞ্জা তাদের একমাত্র কন্যা।

সেই খবর পাওয়া মাত্রই যেন খুশির হাওয়া বইছে কীর্ণাহারে, পাশাপাশি সৃঞ্জা সাথে দেখা করতে এলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল সেখ ও নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ এলাকার বাসিন্দারা।

আর এহেন সুযোগে স্বভাবতই আপ্লুত সে, এক্ষেত্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রয়াত মিশাইল ম্যান এপিজে আবদুল কালামের কাজ ও জীবন শৈলী থেকে সে অনুপ্রাণিত হয়েছে বলেও জানিয়েছে নবম শ্রেণীর ছাত্রী সৃঞ্জা মল্লিক। বাবা সৌমজিত্‍ মল্লিক অত্যন্ত খুশি তাঁর মেয়ে ইসরো তে আয়োজিত ১৪ দিনের প্রশিক্ষণ শিবিরের ডাক পাওয়ার জন্য।

আরও পড়ুন ::

Back to top button