“রাজ্যের একাংশে কার্ফু জারি , ১৭০০ ঘর জ্বলেছে , প্রাণ গিয়েছে ৬০ জনের” – জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
গত বুধবার থেকে মণিপুরে (Manipur) অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের একাংশে কার্ফু জারি থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা বন্ধ, নানা পদক্ষেপ করতে হয়েছে সরকারকে। এই আবহে রাজ্যের হিংসা বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে প্রথম বার প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (N Biren Singha) ।
বীরেন (N Biren Singha) জানিয়েছেন , মণিপুরে গত কয়েক দিনে হিংসার বলি হয়েছেন ৬০ জন। তা ছাড়াও, বহু মানুষ আহত। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকের। এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি জনতার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।
গত বুধবার মণিপুরের চূড়াচাঁদপুরে হিংসার সূত্রপাত। এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনতা মেইতেই সম্প্রদায়ভুক্ত। তাঁরা দীর্ঘ দিন ধরেই তফসিলি জনজাতি (এসটি) তকমার দাবিতে আন্দোলন করছেন। এই দাবির বিরোধিতা করে মণিপুরি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর’ (এটিএসইউএম)-এর তরফে বুধবার একটি মিছিল বার করা হয়েছিল। সেখান থেকেই সংঘাতের সূচনা। যা উত্তরোত্তর বৃদ্ধি পায়।
বীরেন (N Biren Singha) জানিয়েছেন , মণিপুরে গত কয়েক দিনে হিংসার বলি হয়েছেন ৬০ জন। তা ছাড়াও, বহু মানুষ আহত। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকের। এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন।
তিনি বলেছেন, ‘‘হিংসায় এখনও পর্যন্ত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আঘাত পেয়েছেন ২৩১ জন। তা ছাড়া, কমপক্ষে ১৭০০ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছি।’’