Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঝাড়গ্রাম

পানীয় জলের দাবিতে বেলপাহাড়ি রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা

স্বপ্নীল মজুমদার

পানীয় জলের দাবিতে বেলপাহাড়ি রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা

এক সপ্তাহ ধরে টাইম কলে জল পড়ছিল সুতোর মত। গত তিনদিন একেবারে নির্জলা বেলপাহাড়ির কুচলাপাহাড়ি, খয়রাশুলির মতো আদবাসী গ্রামগুলি।

টাইম কলের জল না পেয়ে ক্ষুব্ধ ওই সব গ্রামের মহিলারা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘক্ষণ বেলপাহাড়ির মেড়াশুলি মোড়ে রাস্তা অবরোধ করেন।

কলসি নিয়ে প্রায় শতাধিক মহিলা রাস্তায় বসে পড়েন জলের দাবিতে। তাদের অভিযোগ, গরম পড়তেই টাইম কলের জল অনিয়মিত হয়ে গিয়েছিল। গত দিনদিন এক ফোটাও জল মেলেনি কল থেকে। প্রায় তিন-চার কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে।

এদিন সকাল সাড়ে দশটায় অবরোধ শুরু হয়। অবরোধের ফলে শিলদা-বেলপাহাড়ি রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। আসেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীরা। বিকেলের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়ায় দুপুর ১২টায় অবরোধ ওঠে।

পানীয় জলের দাবিতে বেলপাহাড়ি রাজ্য সড়ক অবরোধ করলেন মহিলারা

জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, তারাফেনি নদীর জলপ্রকল্পের মাধ্যমে নদীর জল শোধন করে পাইপ লাইনের মাধ্যমে ট্যাপে সরবরাহ করা হয়।

কিন্তু পাইপ ফেটে যাওয়ায় মেরামতের কাজ তলার জন্য জল সরবরাহ করা সম্ভ হচ্ছিল না। বিক্ষোভের পর এদিন বিকেলেই জল পেয়ে যান বাসিন্দারা।

আরও পড়ুন ::

Back to top button