সোমবার চলেছে ৪০টি ট্রেন, কবে স্বাভাবিক হবে বাহানগায় ট্রেন পরিষেবা?
এবার আস্তে আস্তে ছন্দে ফিরছে বাহানগা। শনিবার থেকে সোমবার সন্ধে পর্যন্ত কয়েক হাজার রেলকর্মীর পরিশ্রমের ফল মিলেছে। রবিবার রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে একটি মালগাড়ি চালানো হয়।
এর পর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা বেজে ৫ মিনিটে। সোমবার সকালে ওই রেলপথে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।
কিছুটা পরে আপ লাইন দিয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসও। রেল সূত্রে খবর, রেলপথ সারানোর কাজ সম্পূর্ণ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে ওই রেলপথে সোমবারের তুলনায় ট্রেনের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে রেল।
তবে দুর্ঘটনাস্থলে ট্রেনের গতিবেগ অত্যন্ত কম থাকছে এখন। কন্ট্রোল রুমে বসে নজরদারি চালাচ্ছেন রেলের আধিকারিকরা। সোমবার ৪০টির বেশি ট্রেন চলেছে ওই রেলপথে।
তবে ঘটনাস্থলে ট্রেনের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে মরিয়া রেল কর্তৃপক্ষ। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে বাতিল হয়েছে এক্সপ্রেস এবং স্পেশাল–সহ একাধিক ট্রেন। সোমবার ৮৫টি ট্রেন বাতিল করা হয়। গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় ৩টি এক্সপ্রেসের।