বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক চিন্ময়ী মারাণ্ডি এবার ঝাড়গ্রাম জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী।
মঙ্গলবার বিকেলে চিন্ময়ীকে নিয়ে ঝাড়গ্রাম ব্লকের রাধানগর পঞ্চায়েত এলাকায় দেওয়াল লিখন ও প্রচার শুরু করল তৃণমূল।
রাধানগর এলাকাটি ঝাড়গ্রাম শহর লাগোয়া। ওই প্রচার কর্মসূচিতে ছিলেন শহর তৃণমূলের সভাপতি নবু গোয়ালা।
এলাকার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী মিঠুন শবর ও পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী দুলাল সরেনও ছিলেন চিন্ময়ীর সঙ্গে।