কলকাতা লীগ : উদ্বোধনী ম্যাচে নামছে অভিষেকের ডায়মন্ড হারবার এফ সি, কলকাতা ফুটবলে নব জোয়ার
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪
রবিবার থেকে শুরু হচ্ছে চলতি মরসুমের কলকাতা ফুটবল লিগ। এ বার প্রথম ম্যাচেই মাঠে নামছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কলকাতা লিগে এ বার নিজেদের যুব দল নামাচ্ছে মোহন বাগান (Mohun Bagan)। রয়েছে শহরের বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মহমেডান স্পোর্টিং (Mahameddan Sporting Club) ।
এ বার কলকাতা লিগ খেলছে ২৬টি দল। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি গ্রুপে ১৩টি করে দল রয়েছে। আপাতত লিগের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে আইএফএ। অর্থাৎ, প্রতিটি দলের প্রথম দু’টি ম্যাচের তারিখ ও কেন্দ্র জানিয়ে দিয়েছে ফেডারেশন। প্রথম দিন একটিই খেলা রয়েছে।
ডায়মন্ড হারবার ক্লাবের সূচি —
বনাম সাদার্ন সমিতি, ২৫ জুন, কিশোর ভারতী স্টেডিয়াম। সন্ধ্যা ৭টা।
বনাম আর্মি রেড, ১২ জুলাই, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন মাঠ। দুপুর ৩.৩০ মিনিট।
মোহনবাগানের সূচি—
বনাম পাঠচক্র, ৫ জুলাই, নৈহাটি স্টেডিয়াম। দুপুর ৩.৩০ মিনিট।
বনাম টালিগঞ্জ অগ্রগামী, ১২ জুলাই, ব্যারাকপুর স্টেডিয়াম। দুপুর ৩.৩০ মিনিট।
ইস্টবেঙ্গলের সূচি—
বনাম পশ্চিমবঙ্গ পুলিশ, ১০ জুলাই, ইস্টবেঙ্গল মাঠ। দুপুর ৩.৩০ মিনিট।
বনাম রেনবো অ্যাথলেটিক ক্লাব, ১৩ জুলাই, ইস্টবেঙ্গল মাঠ। দুপুর ৩.৩০ মিনিট।
মহমেডানের সূচি—
বনাম ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, ৬ জুলাই, মহমেডান মাঠ। দুপুর ৩.৩০ মিনিট।
বনাম ক্যালকাটা ফুটবল ক্লাব, ১২ জুলাই, মহমেডান মাঠ। দুপুর ৩.৩০ মিনিট।