Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

বলিউড তারকাদের মুখে অকপট যৌন জীবন

বলিউড তারকাদের মুখে অকপট যৌন জীবন

তাঁরা সবাই বলিউডের প্রতিষ্ঠিত তারকা। নিজেদের যৌন জীবন আর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ভারতে বহুল প্রচারিত একটি ইংরেজি দৈনিকে।

বলাই বাহুল্য- সেলেবস হ ওপেনলি স্পোক এবাউট দেয়ার সেক্স লাইফ- শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হওয়া মাত্রই হইচই শুরু হয়ে গেছে।

প্রতিবেদনে সানি লিয়ন বলেছেন- বিয়ের আগে একবার কী দুবার….. অভিজ্ঞতা খারাপ ছিলো না।

আলিয়া ভাট বলেছেন- তিনি নিজে জীবনের জটিলতা এড়িয়ে থাকেন। সাধাসিধা জীবনযাপন পছন্দ করেন তাই নর-নারীর মিশনারি পজিশনই তাঁর পছন্দ। আলিয়ার স্বামী রণবীর কাপুর জানাচ্ছেন তিনি পনেরো বছর বয়সে তাঁর থেকে বয়সে বড় এক নারীর কাছে প্রথম কৌমার্য হারান।

রণবীর সিং আবার এক কাঠি ওপরে। তিনি জানিয়েছেন, ১২ বছর বয়সে তিনি প্রথম সার্বিক যৌনতার স্বাদ পান। কুড়ি বছর বয়স পর্যন্ত যৌনতাতেই যে তাঁর আনন্দ ছিল তা বলতে দ্বিধা করেননি রণবীর সিং। তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের কাছে আবার যৌনতার সংজ্ঞা আলাদা। তিনি মনে করেন জৈবিক আকর্ষণের থেকেও মানসিক আকর্ষণ জরুরি।

টুইঙ্কেল খান্নার স্বামী অক্ষয় কুমারকে নতুন নতুন অবতারে দেখে উত্তেজনা অনুভব করেন।

অর্জুন কাপুর মনে করেন- ভালোবাসার আগে যৌনতার স্থান। অর্জুনের সঙ্গিনী মালাইকা অরোরা চুম্বনে সব থেকে বেশি আনন্দ পান।

ইমরান হাশমি তাঁর কলেজ জীবনের ওয়ান নাইট স্ট্যান্ড এর কথা ভুলতে পারেননি। বললেন, দায়হীন এই যৌনতা উপভোগ্য ছিল।

সেলেবদের এই স্বীকারোক্তি নিয়ে এখন বলিউড তোলপাড়।

কেউ কেউ বলছেন, সেলেবরা যে মানুষ তা বোঝা গেল। কারও অভিমত, এতটা খোলামেলা না হলেও হতো।

আরও পড়ুন ::

Back to top button