ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সোমবার ঝাড়গ্রাম শহরের ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠান হল।

প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন জানালেন, ১৯৫০ সালের ২৪ জুলাই বালিকা বিদ্যালয় হিসেবে এই শিক্ষাপ্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল।

স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন ফণীভূষণ কুণ্ডু। স্কুলটি ফণীভূষণের মা ননীবালাদেবীর নামাঙ্কিত।

ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ননীবালা বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিপদ বিশুই।

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ছাত্রীরা। স্কুল প্রাঙ্গণে নানা ধরনের ফল ও বৃক্ষজাতীয় গাছের চারা রোপণ করা হয়।

ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

স্কুলের অডিটোরিয়ামে রঙ্গোলি প্রতিযোগিতায় ১৬টি দলে যোগ দেয় ছাত্রীরা।

দশম শ্রেণির ছাত্রীদের আবির ও প্রদীপ দিয়ে সাজানো রঙ্গোলিটি প্রশংসিত হয়।

ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোবাইল ফোনের কুফল নিয়ে রঙ্গোলিতে সচেতনতার বার্তা দিয়েছিল দশম শ্রেণির ছাত্রীরা।

আরও পড়ুন ::

Back to top button