ঝাড়গ্রাম

শহিদ ক্ষুদিরামের মূর্তিস্থলের আগাছা সাফ করলেন কাউন্সিলর

স্বপ্নীল মজুমদার

শহিদ ক্ষুদিরামের মূর্তিস্থলের আগাছা সাফ করলেন কাউন্সিলর

ঝাড়গ্রাম শহরের জেলখানা মোড়ে ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তির চারপাশে ঝোপঝাড়ে ভরে গিয়েছিল।

স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজিত মাহাতোর নেতৃত্বে মঙ্গলবার সকালে ওয়ার্ড কমিটির সদস্যর আগাছা পরিষ্কার করলেন। অজিতবাবু নিজেও ঝোপঝাড় সাফ করলেন।

অজিতবাবু বলেন, আগামী ১১ আগস্ট শহিদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। তার আগে মূর্তিস্থলটা পরিষ্কার করলাম। ১১ আগস্টের আগে আরও একবার ঝোপঝাড় পরিষ্কার করব। কাউন্সিলরের এমন উদ্যোগ দেখে এদিন স্থানীয় বাসিন্দারা রীতিমত অবাক হন।

জানা গিয়েছে, পৌর কর্তৃপক্ষের অপেক্ষায় না থেকে স্থানীয় কাউন্সিলর নিজেই উদ্যোগী হয়ে শহিদ মূর্তি চত্বর সাফ করলেন।

এলাকাবাসীর বক্তব্য, ঝাড়গ্রাম পৌরসভায় গিয়ে জানালেও কোনও কাজ হয় না। শহরের নিকাশির অবস্থা বেহাল। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। বাড়ছে মশার উৎপাত। তার মধ্যে কাউন্সিলের এমন উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

অজিতবাবু অবশ্য জানাচ্ছেন, সাধ্যমত নিজের উদ্যোগে তিনি নিকাশি পরিষ্কারের ব্যবস্থা করবেন।

আরও পড়ুন ::

Back to top button