ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে জাল টাকার মামলায় আসামীর ছয় বছর কারাদণ্ড

স্বপ্নীল মজুমদার

ঝাড়গ্রামে জাল টাকার মামলায় আসামীর ছয় বছর কারাদণ্ড

জাল টাকার মামলায় এক যুবককে দোষী সাব্যস্ত করে ছয় বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিলেন ঝাড়গ্রাম প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক জীমূতবাহন বিশ্বাস।

বৃহস্পতিবার ওই মামলার আসামী বাবাই বিশ্বাসকে ছয় বছর সাজার পাশাপাশি দশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে অতিরিক্ত তিন মাস কারাবাস।

সরকারি আইনজীবী কৌশিক সিনহা জানান, গত বছর ৮ নভেম্বর রাতে ঝাড়গ্রাম থানার জিতুশোল গ্রামের বাসস্ট্যান্ড থেকে বাবাইকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দু’হাজার টাকার ১৬টি জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। এ বছর ৫ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় ঝাড়গ্রাম থানার পুলিশ।

পরে ১১ ফেব্রুয়ারি অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়। গত ১, ২, ৩, ৪ ও ৭ আগস্ট পাঁচদিন ধরে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। বুধবার আসামীকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার বিচারক সাজা ঘোষণা করেন। সরকারি আইনজীবী কৌশিক সিনহা বলেন, ‘‘জেলায় জাল নোটের মামলায় প্রথমবার সাজা হল।’’

আরও পড়ুন ::

Back to top button