Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউড

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Aparna Sen : অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন - West Bengal News 24

অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। কেন তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সে বিষয়ে উঠেছিল প্রশ্ন। অভিনেতা শঙ্কর চক্রবর্তী মারফৎ একটি বার্তা পাঠান অপর্ণা।

অভিনেত্রী জানান, তিনি অসুস্থ, বেশ কিছু দিন ধরেই বিছানা থেকে উঠলেই মাথা ঘুরছে তাঁর। প্রেসার ফল করছে। ভাইরাল জ্বরে ভুগছেন তিনি। সে কারণেই আপাতত দর্শকদের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন তিনি।

হতাশার সুরে তিনি যোগ করেন, “খুব ভাল লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন।’

এ নিয়ে রাজনৈতিক মহলেও হয়েছিল বিস্তর আলোচনা। তবে এবার তাঁর শরীর খারাপের খবর পেয়েই চিন্তায় তাঁর অনুরাগীরা। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এমনটাই চাইছেন সকলে।

প্রসঙ্গত , গত মাসের শুরুতে পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন অপর্ণা সেন। সে সময় তিনি বলেন, “তিন বছর ধরে এই অত্যাচার চলছে।

নির্বাচনী অত্যাচার, নির্বাচনের আগের অত্যাচার , নির্বাচনের পরের অত্যাচার। পঞ্চায়েত ভোটেও এভাবে মানুষের উপর অত্যাচার হবে! ৫২ জন মানুষ মারা গিয়েছেন। কত মানুষ নিখোঁজ , কত মানুষ ঘরছাড়া!”

আরও পড়ুন ::

Back to top button