ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম সংবাদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, সাংবাদিকরা গাইলেন জাতীয় সঙ্গীত

ঝাড়গ্রাম সংবাদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, সাংবাদিকরা গাইলেন জাতীয় সঙ্গীত

ঝাড়গ্রাম সংবাদ ভবন প্রাঙ্গণে প্রথম বার স্বাধীনতা দিবস পালন করা হল। মঙ্গলবার সকালে ওই কর্মসূচির আয়োজনে ছিল ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব। এদিন একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সাংবাদিক কিংশুক গুপ্ত ও চিত্র সাংবাদিক তথা রিপোটার্স ক্লাবের সভাপতি সুমন্ত সিনহা।

জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে বেদীতে ফুল অর্পণ করেন ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য, ক্লাবের সহ সভাপতি বুদ্ধদেব বেরা, সাংবাদিক সুদীপ্ত মিত্র, স্বপ্নীল মজুমদার, ইন্দ্রজিৎ মণ্ডল, শিবু দন্ডপাট। অরূপ কুমার পাল, রঞ্জন পালের মত ক্লাবের সদস্য কয়েকজন সাংবাদিক এদিন অন্য অনুষ্ঠানে থাকায় তাঁরা ভার্চুয়ালি যোগ দেন। সমবেত জাতীয় সংগীত গাইলেন সাংবাদিকরা।

ঝাড়গ্রাম সংবাদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, সাংবাদিকরা গাইলেন জাতীয় সঙ্গীত

স্বাধীনতা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ’ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিপুল সাফল্যের পর সম্প্রতি তাঁর সম্পাদনা ও প্রকাশনায় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ শিরোনামে সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। মাত্র তিনটি সংখ্যাতেই পত্রিকাটি জনপ্রিয়তা অর্জন করেছে। জঙ্গলমহলের নতুন প্রজন্মের যাঁরা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের কাছে নতুন পত্রিকাটি সহায়ক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন অশোকবাবু।

ঝাড়গ্রাম সংবাদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, সাংবাদিকরা গাইলেন জাতীয় সঙ্গীত

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের উদ্যোগে গত বছর পুরাতন ঝাড়গ্রাম এলাকায় সংবাদভবনটি তৈরি হয়েছে। জেলার একমাত্র রেজিস্টার্ড সাংবাদিক সংগঠন ‘ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাব’কে ভবনটি হস্তান্তর করে দিয়েছে প্রশাসন। গত বছর ১৫ নভেম্বর ঝাড়গ্রাম জেলার সংবাদভবনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৯ আগস্ট সংবাদ ভবন পরিদর্শন করেন মন্ত্রী বিরবাহা হাঁসদা এবং পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন ও সংস্কৃতি পর্ষদের সদস্য শিবশঙ্কর সরেন।

আরও পড়ুন ::

Back to top button