Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জানা-অজানা

আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই – নামমাত্র খরচে বাড়িতে বসেই পাবেন আধার কার্ড

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

How to Get Lost Aadhar Card : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই – নামমাত্র খরচে বাড়িতে বসেই পাবেন আধার কার্ড - West Bengal News 24

বর্তমান যুগে আধার কার্ড ছাড়া কোন কাজই সম্পন্ন করা যায় না। আপনার রেশন কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য কিছু নথি এবং অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। হারিয়ে গেলে ঘরে বসেই অনলাইনে লেমিনেটেড আধার কার্ডের আবেদন করতে পারবেন। কিন্তু কীভাবে ? আধার কার্ড হারিয়ে গেলে , তা পুনরায় তৈরি করার সুবিধা দেয় UIDAI।

পিভিসি আধার কার্ড কীভাবে পাবেন ? (PVC Aadhaar Card)

১. এর জন্য প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://uidai.gov.in

২. এরপর My Aadhaar অপশনে যান এবং Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।

৩. এখন এখানে আপনার আধার কার্ডে 12 সংখ্যার নম্বর বা 16 সংখ্যার ভার্চুয়াল আইডি বা 28 সংখ্যার আধার এনরোলমেন্ট আইডি অর্থাৎ EID লিখুন।

৪. এখন স্ক্রিনে আপনাকে নিরাপত্তা কোড বা ক্যাপচা লিখতে বলা হবে।

৫. এর পরে আপনার মোবাইল নম্বরে OTP আসবে, এর জন্য Send OTP অপশনে ক্লিক করুন।

৬. মোবাইলে প্রাপ্ত ওটিপি লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।

৭. জমা দেওয়ার পরে আপনার স্ক্রিনে আধার পিভিসি কার্ডের একটি প্রিভিউ শো থাকবে।

৮. নিচে দেওয়া পেমেন্ট অপশনে ক্লিক করুন।

সরাসরি পেমেন্ট করার জন্য একটি পেজ খুলে যাবে, এখানে ৫০ টাকা জমা দিন। এর পরে, আপনার আধার স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

আপনি ঘরে বসেই অর্ডার করতে পারেন পিভিসি আধার কার্ড। পলিভিনাইল ক্লোরাইড কার্ড এটি এক ধরনের প্লাস্টিকের কার্ড, যার উপর আধার কার্ডের তথ্য ছাপা হয়। PVC আধার কার্ডে সুরক্ষিত QR কোড, হলোগ্রাম, মাইক্রো টেক্সট, ইস্যু করার তারিখ এবং অন্যান্য বিবরণ দেওয়া আছে।

আরও পড়ুন ::

Back to top button